সাজেকে ১শ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে

3

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যার নিরসনসহ পর্যটন, প্রাথমিক শিক্ষা, রাবারবাগান প্রকল্প, যোগাযোগব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নে পাহাড়ে ব্যাপক উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রস্তাবনা ওঠে আসে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, উন্নয়ন বোর্ড ও তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে পাহাড়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে ঐকমত্য হয় বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। এটি দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রণালয়টির সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। বৈঠক সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। এতে কমিটির অন্যতম সদস্য রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার শুরুর দিকে কিছুক্ষণ উপস্থিত থাকলেও পরে শারীরিক সমস্যার কারণে সভাকক্ষ থেকে বেরিয়ে যান। উপস্থিত ছিলেন কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিন, ৩৪৮ মহিলা আসন-৪৮ সংরক্ষিত আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব) সুদত্ত চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রুæ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি গৌতম কুমার চাকমা, কেএস মং, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. ছালেহ তস্তরী, অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সচিব (যুগ্মসচিব) অমলেন্দু সিংহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রামি বষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে চলছে। সাজেকে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দ্রুত সীমান্ত সড়কের নির্মাণকাজ চলছে। নির্মাণকাজ তাড়াতাড়ি শেষ হয়ে দৃশ্যমান হবে। আরও বেশকিছু প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রীতির উন্নয়নে নিরাপত্তাবাহিনী কাজ করছে।
কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, এটি কমিটির নিয়মিত বৈঠক। বৈঠকে পার্বত্য চট্টগ্রামের ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি আরও বিশেষ কিছু প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে তিন পার্বত্য জেলায় পর্যটনের উন্নয়ন, রাবার বাগান প্রকল্প, প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এ বৈঠকে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা এবং কাপ্তাই হ্রদ খনন নিয়ে আলোচনা হয়নি। কারণ আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাবাহিনী সার্বক্ষণিক দেখছেন। আর রাঙামাটির কাপ্তাই হ্রদ ও বান্দরবানের সাঙ্গু নদীর নাব্যতায় খনন প্রকল্পের প্রস্তাবনা পাঠানো আছে।