বটগাছের প্রার্থী রশিদুল হকের নির্বাচনী গণসংযোগ

66

বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা মুফতী ড. এ কোরআন রশিদুল হক বি.এসসি সাহেবের নির্বাচনী প্রচারণা নিজ বাড়ির কার্যালয় থেকে দোয়ার মাধ্যমে উদ্বোধন এবং ৩টি সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২২ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ কার্যক্রম সম্পন্ন হয়। চট্টগ্রাম-৯ এলাকা আন্দরকিল্লা, ওমর আলী মার্কেট, খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বটতলী রেলওয়ে স্টেশন, বটতলী স্টেশন মাদ্রাসা, কোতোয়ালী, আমানত শাহ লেইন, সিনেমা প্যালেস, চাকতাই, কালামিয়া বাজার, মোজাহেরুল উলুম মাদ্রাসা, আশরাফ আলী সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক গণসংযোগ করেন। এছাড়াও চট্টগ্রাম-১১ এলাকা, কাটগড়, নীমতলা, মাঝিরঘাট, স্টীল মিল বাজার, শুভপুর বাস স্ট্যান্ড, সিমেন্ট ক্রসিং, বোট ক্লাব, পতেঙ্গায় ‘বটগাছ’ মার্কায় ভোট চেয়ে প্রচারণা চালান নেতৃবৃন্দ। অন্যদিকে চট্টগ্রাম-১৩ এলাকা দৌলতপুর ফাজিল খাঁর হাট, শিকল বাহা, কলেজ বাজার, ছমদর পাড়া, ঈদগাহ রাস্তার মাথা, দৌলতপুর স্কুল, শাহ মীরপুর বাদামতল, ফকিরনির হাট বাজার, জামতল বাজার, দৌলতপুর গাবতল, মইজ্জ্যার টেক, মাতব্বর ঘাট, ইত্যাদি এলাকায় ভোটারদের উদ্দেশ্য তিনি বলেন, ভোট দেয়ার অর্থ কাউকে কোন পদের জন্য যোগ্য, সৎ ও বিশ্বস্ত বলে সাক্ষ্য দেয়া।
দুর্নীতিবাজদের ভোট দেয়া মিথ্যা সাক্ষির শামিল। আগামী ৩০ ডিসেম্বর রবিবার শান্তির প্রতিক ‘বটগাছ’ মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, অরাজকতা, মানবরচিত মতবাদ অধর্মের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার এবং ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সকল ভোটারদের নিজ নিজ ভোট হেফাজতের জন্য উদাত্ত আহব্বান জানান বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মওলানা মুফতী ড. এ কোরআন রশিদুল হক বি.এসসি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা হারুন আজিজী, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার সওদাগর, মাওলানা হাফেজ আবু সুফিয়ান (দৌলতপুর), মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফেজ আব্দুল্লাহ, মোহাম্মদ হাছান মিস্ত্রী, মোহাম্মদ ওসমান মিস্ত্রী, মোহাম্মদ মিজান, মোহাম্মদ জিহান প্রমুখ। বিজ্ঞপ্তি