বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের কর্মসূচি পালিত

8

শিশু সমাবেশ, আলোচনা, সম্মাননা প্রদান, জন্মদিনের কেক কাটা, শিশুদের মাঝে মিষ্টি বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন করলো বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ। গতকাল ১৬ মার্চ চট্টগ্রাম নগরীর হযরত শাহ আমানত (র.) দরগাহ গেটস্থ তনজিমুল মোছলেমীন হেফজখানায় অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ¯েøাগান সম্পাদক মোহাম্মদ জহির। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী যথাক্রমে প্রধান অতিথি, প্রধান আলোচনা ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘জন্ম তোমার স্বার্থক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে মহান মুক্তিযুদ্ধের সংগঠন প্রকৌশলী হাসান বুলুকে বঙ্গবন্ধুর জন্মদিনের উপলক্ষে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি সফর আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর, সংগঠনের সহ-সভাপতি হাজী সাহাবউদ্দিন, ক্যাপ্টেন অব. নিজাম উদ্দিন, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক আলী আহমেদ শাহীন, লায়ন এম.এ. নেওয়াজ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা ইয়াছিন চৌধুরী, হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, আসিফ ইকবাল, শহীদুল ইসলাম সুমন, হাফেজ ফজলুল হক, রিয়াতুল করিম, ওমর ফারুক সুমন, মোহাম্মদ তারেক প্রমুখ। বিজ্ঞপ্তি