প্রশাসন ও খামারীদের মত বিনিময় সভা

20

একের পর এক গরু চুরি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কর্ণফুলীর শিকলবাহায় ডেইরি ফার্মের নিরাপত্তা বিষয়ে পুলিশ বাহিনী ও খামারীদের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে শিকলবাহা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভা শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আ.লীগ নেতা নুরুল আবছার, শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, কর্ণফুলী থানার ওসি (তদন্ত) জোবাইর হোসেন। সিয়াম ডেইরি ফার্মের পরিচালক ডা. মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইদ্রিস বাবুল, রসালো’র পরিচালক ও খামারী আরেফিন দোভাষ, দুগ্ধ খামারী আবদুল করিম, মোহাম্মদ মাসুদ চৌধুরী, কামরুল ইসলাম, নুরুল আবছার চৌধুরী, মোহাম্মদ ইউছুফ, মোহাম্মদ হোসেন সওদাগর, মুহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ শফি, আবুদল মাবুদ, মোহাম্মদ কাইসার, মোহাম্মদ আবদুল করিম, মোহাম্মদ মামুন মুন্সি, রিদোওয়ানুল হক, ডা. ইদ্রিস, মাসুদ চৌধুরী, মোহাম্মদ ছালেহ। মতবিনিময় সভায় প্রধান অতিথি কর্ণফুলী থানার ওসি গরু চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে খামারীদের সহযোগিতা চান। তিনি বলেন, খামারীদের যৌথভাবে বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা স্থাপন ও দারোয়ান নিয়োগ করতে হবে। রাতে অবাঞ্ছিত লোকজন ঘুরাফেরা করতে দেখলেই প্রশাসনের কাছে খবর দিতে হবে। তিনি আরো বলেন, কলেজ বাজার এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ থেকে গরু চোর সনাক্তের জন্য প্রযুক্তি সহায়তা নেয়া হচ্ছে। আশা করি অচিরেই গরু চুরির ঘটনা উদঘাটন করে আপনাদের সুখবর দিতে পারবো।
খামারীরা বলেন, এভাবে একের পর এক চুরি হতে থাকলে কর্ণফুলীর দুগ্ধ খামার শিল্প ধবংস হয়ে যাবে। তাই পুলিশের রাতের বেলায় পেট্টোল ডিউটি জোরদার করতে হবে। যেহেতু চোরের দল সশস্ত্রভাবে আসে তাই আইনশৃঙ্খলা বাহিনীকেই তাদের নিয়ন্ত্রণে মুখ্য ভুমিকা পালন করতে হবে। চোরের মোকাবেলা করা খামারীদের একার পক্ষে সম্ভব নয়।