নাজিরহাট পৌরসভার সাড়ে ৩২ কোটি টাকার বাজেট পেশ

123

ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের সাড়ে ৩২ কোটি টাকার প্রথম উন্মুক্ত বাজেট গতকাল বুধবার নাজিরহাট পৌরসভা কার্যালয়ে ঘোষণা করেন পৌর মেয়র এসএম সিরাজুদ্দৌল্লাহ।
এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন। পৌর কাউন্সিলর মোহাম্মদ ইসমাঈল হোসেনের সঞ্চালনায় এ বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন ফটিকছড়ি’র বিএলএফ কমান্ডার আনোয়ারুল আজিম, নাজিরহাট আহমদিয়া আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম শরীফি, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, পৌর কাউন্সিলরদের পক্ষে মোহাম্মদ সোলেমান প্রমূখ। উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র এসএম আবুল মনসুর, ছলিমা আকতার শিউলী, কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মহিন উদ্দীন, মোহাম্মদ ইয়াকুব, রেজিয়া বেগম, আয়েশা আকতার মনি, পৌর প্রকৌশলী আবু ছালেহ, হিসাব রক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।
নাজিরহাট পৌর মেয়র লিখিত বক্তব্যে এ উন্মুক্ত বাজেটে উল্লেখ করেন, ২০১৯-২০২০ অর্থ বছরে সম্ভাব্য রাজস্ব আয় হবে ৭ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৫৭৪ টাকা ৮৮ পয়সা এবং সম্ভাব্য রাজস্ব ব্যয় হবে ৩ কোটি ৭৭ কোটি ৯৫ হাজার টাকা।