নাগরিক সেবা পেতে স্মাট কার্ডের বিকল্প নাই

92

নাগরিক সেবা পেতে স্মার্ট জাতীয় পরিচয় পত্রে বিকল্প নাই। স্মার্ট কার্ডে ২৫টি নিরাপত্তা ও ৪৬টি তথ্য সম্বলিত একটি স্মার্ট জাতীয় পরিচয় পত্র। স্মার্ট জাতীয় পরিচয় পত্র ছাড়া কোন নাগরিক সেবা পাওয়া সম্ভব না। তাই এই স্মার্ট কার্ডটি অতি যত্ন সহকারের রাখতে হবে এবং ব্যবহারও করতে হবে। প্রধান অতিথি নির্বাচন কমিশন সচিবলায় ঢাকা অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান বক্তব্যে এ কথাগুলো বলেন।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবলায় ঢাকা অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্তকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্তকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।
এছাড়ও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা মো. একরামুল আজম, থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বোয়ালখালী সদর ইউপি চেয়ারম্যার চয়ন বিকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশন সচিবলায় ঢাকা অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমার হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে দীঘিনালা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন ঘোষণা করেন।