নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দিনব্যাপি নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা

45

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী পাড়া কেন্দ্রে দিন ব্যাপি বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে এন.জেড.একতা মহিলা সমিতির বাস্তবায়নে নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা ২২ জুন অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ফিডিং প্রোগ্রামের এফ.এম ওসমান সরওয়ারের পরিচালনায় নারী উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন স্কুল ফিডিং প্রোগ্রাম বাইশারী ইউনিয়নের ফিল্ড মনিটর মো. আব্দুর রশিদ। তিনি এসএমসি এবং পিসিএনসিতে নারীর ভূমিকাকে আরো উৎসাহিত করা, স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতন করা, পয়ঃনিস্কাশন বিষয়ক শিক্ষা, বিদ্যালয়ের আঙ্গিনায় সবজি বাগান স্থাপন ও দুর্যোগের ঝুঁকি কমানো সহ স্কুল গমনোপযোগী শিশুদের মৌলিক শিক্ষা কার্যক্রম অধিকতর অংশগ্রহণ বৃদ্ধি করার বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক সুশীল চাকমা, আবদুর রহিম, নুরুল কবির রাশেদ, বাইশারী ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্যা সেলিনা আক্তার (বেবি) ছাড়াও পাড়া কেন্দ্রের পাড়া কর্মী, পিসিএমসি কমিটির সভাপতি, মহিলা সদস্যা সহ মোট ৩৫ জন উপস্থিত ছিলেন।
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক সুশীল চাকমা বলেন, আজকের কর্মশালার মাধ্যমে নারীর সচেতনতাবোধ জাগ্রত করবে। নারীরা চাকরি ও সব পেশায় তাদের অধিকার প্রয়োগের জোরালো শক্তি পাবে। তিনি আরো বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি কর্তৃক স্কুল ফিডিং প্রোগ্রামের মাধ্যমে আমরা আজকের গুরুত্বপূর্ণ কর্মশালায় দিকনির্দেশনামূলক জ্ঞান পাচ্ছি। তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি ও বাস্তবায়নকারী সংস্থা এনজেড একতা মহিলা সমিতিকে এ ধরনেরজ্ঞান মূলক ও সব ক্ষেত্রে নারীর ভূমিকা নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কর্মশালা আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।