দীঘিনালায় আত্মকর্মসংস্থানের সুফলভোগীদের সাথে মতবিনিময়

22

খাগড়াছড়ির দীঘিনালার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিআরডিবি’র মাধ্যমে বাস্তবায়নাধীন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা করেছে।
রবিবার খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা পল্লী উন্নয়ন অফিসে কৃর্তক আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জীবক চাকমার সঞ্চালনায় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (হিসাব) আবুল হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড খাগড়াছড়ির উপ-পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন।
এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুচ আলী, দীঘিনালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সুমন, আইন বিষয়ক সম্পাদক মাহমুদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা রমিজ খাঁ,বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মুন্সি এবং সন্তান কমান্ড সভাপতি মো. এরশাদ, সাংগঠনিক সম্পাদক প্রনয় বড়ুয়া, প্রচার সম্পাদক মোঃ ইসমাঈল, সদস্য এম মহাসিন মিয়া এবং বিআরডিবির কর্মচারীবৃন্দ। মত বিনিময় সভা শেষে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পরিদর্শন করেন উপ-সচিব।