থানচিতে সমাজসেবা বিভাগের ৮৭ লক্ষ টাকা ভাতা প্রদান

37

বান্দরবানের থানচি উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্ত ও প্রতিবন্ধীদের মাঝে সমাজসেবার অধীনে ৭৬ লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে থানচি উপজেলার বিভিন্ন দূর্গম এলাকার ভাতাভোগীদের মাঝে এসব ভাতা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। এছাড়াও থানচি উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, মেনতাং ম্রোসহ স্থানীয় জনপ্রতিনিধি ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে থানচি উপজেলা সমাজসেবা বিভাগ সুত্রে জানা যায়, প্রতিকূল পরিস্থিতিতে জনবল সংকটের মধ্য দিয়ে স্বাস্থ্য বিধি মেনে ভাতাভোগীদের মাঝে বয়স্ক ১১৬৬ জনকে ৩৫ লক্ষ ৩৭ হাজার, বিধবা ও স্বামী পরিত্যাক্ত ১০০৮ জনকে ৩০ লক্ষ ৬৩ হাজার এবং প্রতিবন্ধী ২৩৭ জনকে ১০ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা ভাতা বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। সম্প্রতি থানচি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ৫০ হাজার টাকা ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ২০০০ টাকা করে আর্থিক অনুদান বাবদ বিতরণ করা হয় এবং থানচির রেমাক্রী বাজারে পল্লী মাতৃকেন্দ্রের ২৬ জন সদস্যদের মাঝে ২৬ হাজার ৫০০ টাকা এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়। অন্যদিকে থানচি উপজেলায় সমাজসেবা থেকে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত তিনটি এতিমখানায় ৮৪ জন এতিমের বিপরীতে ০৬ মাসের জনপ্রতি মাসিক ২ হাজার টাকা করে মোট ১০ লক্ষ ০৮ হাজার টাকার চেকও বিতরণ করা হয়। এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার বলেন, নীতিমালা অনুযায়ী ভাতা বিতরণের সময় এখনো হয়নি। মহামারী করোনা ভাইরাস (কভিট-১৯) পরিস্থিতি মোকাবেলায় ভাতাভোগীরা যাতে কষ্টে না থাকে সে জন্য সরকারের পক্ষ থেকে এসব ভাতা অগ্রিম বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।তারই প্রেক্ষিতে সমাজসেবা বিভাগ দ্রুত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে সকল ভাতাভোগীদের মাঝে এসব ভাতার নগদ টাকা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। এমনকি নিয়মিত মাস্ক ও সাবান পানি দিয়ে হাত ধৌত করতে হবে। থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং বলেন, সমাজসেবা বিভাগের ভাতা বিতরণের এই সিদ্ধান্তের কারণে এই করোনা পরিস্থিতিতে এলাকার গরীব, দু:খী ভাতাভোগীদের অনেক উপকার হবে। করোনাকালীন দূর্যোগ মুহুর্তে কর্মসূচীগুলো দ্রুত জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি থানচিবাসীর পক্ষ থেকে সমাজসেবা বিভাগকে ধন্যবাদ জানাই।