ঝাড়খণ্ডে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সরেন

57

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ভোটের ফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে রাজ্যের ক্ষমতা। সরকার গঠনের পথে কংগ্রেস জোট। ভারতের গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ৮১ আসনের মধ্যে সরকার গড়তে ৪১ আসনের প্রয়োজন। এখন পর্যন্ত ৪০ আসনে এগিয়ে আছে কংগ্রেস জোট। আর বিজেপি এগিয়ে আছে ৩০ আসনে। জয় ধরে নিয়েই এরইমধ্যে কংগ্রেস জোটের নেতাকর্মীরা আনন্দ উল্লাস শুরু করেছেন। একইসঙ্গে কংগ্রেস ঘোষণা দিয়েছে, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকেই প্রধানমন্ত্রী করা হবে। হেমন্ত সরেন কংগ্রেস জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা।
২০১৩-২০১৪ সালে তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজ্যটিতে বর্তমানে বিজেপির শাসন চলছে। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন নিয়ে বুথফেরত সমীক্ষাগুলোর বেশিরভাগেই দেখা কংগ্রেস জোট এগিয়ে। এর আগে, শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ায় মহারাষ্ট্র হাতছাড়া হয়েছে বিজেপির। সেই ধারাবাহিকতায় এবার ঝাড়খণ্ড রাজ্যের ক্ষমতাও হারাতে যাচ্ছে বিজেপি।