জনগণের সেবক হিসেবে কাজ করবো

52

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী বলেছেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগণের সেবক হিসেবেই কাজ করবো। নৌকায় ভোট দেয়া মানে শেখ হাসিনাকে ভোট দেওয়া। দেশের মানুষের কাক্সিক্ষত উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বর্তমানে এলাকার মানুষ উন্নয়ন চায়, শান্তি চায় ও সমৃদ্ধি চায়। তাই শান্তি ও সমৃদ্ধির সহযোগি হতে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুণ। চকরিয়ার মানুষ খুবই শান্তিপ্রিয়। তারা দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের পছন্দ করে না’। আমি নির্বাচিত হলে চকরিয়া থেকে দখলবাজ ও চাঁদাবাজদের প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। গতকাল রবিবার উপজেলার ডুলাহাজারা, হারবাং, কাকারা ও লক্ষ্যাচর ইউনিয়নে আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন পথসভায় এসব কথা বলেন।
কাকারা ইউনিয়ন পরিষদ মাঠে স্থাণীয় ইউপি চেয়ারম্যান শওকত ওসমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, মুজিবুল হক রতন, চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আর চৌধুরী, সাবেক ক্রীড়া সম্পাদক আলমগীর হোছাইন, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, প্রচার সম্পাদক আবু মোছা, মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি কাউন্সিলর মুজিবুল হক, কাকারা ছাত্রলীগ সভাপতি খুরশেদ আলম নাসিম, সাধাণ সম্পাদক মিরাজ প্রমুখ।