চকরিয়ায় সামাজিক বনায়নের গাছ কাটার বিরুদ্ধে অভিযান

60

কক্সবাজারের চকরিয়ায় সামাজিক বনায়নের গাছ নিধন করে অবৈধ বসতি নির্মাণ চেষ্টা থামিয়ে দিয়েছে করে দিয়েছে বন বিভাগের লোকজন। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন বরইতলী বনবিট কর্তৃপক্ষ গতকাল বুধবার (৩১ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া টিএনটি টিলার সামাজিক বনায়নের বাফার জোন এলাকায় এ অভিযান চালায়। অভিযানে সামাজিক বনায়নের ৫০জন উপকার ভোগীও অংশ নেয়। অভিযানের সময় অবৈধ বসতি নির্মণাকারীরা পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া দা,করাত ও খুঁটিসহ বেশকিছু সরঞ্জাম জব্দ করে বনবিভাগ।
বরইতলী বনবিট কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, বরইতলী বনবিটের আওতাধীন টিএনটি টিলার সামাজিক বনায়নের বাফার জোন এলাকায় সামাজিক বনায়নের গাছ নিধন করে অবৈধ বসতি নির্মাণের খবর পেয়ে গতকাল বুধবার বনবিভাগের লোকজন ও সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে ওই এলাকায় অভিযান চালায়। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে অবৈধ বসতি নির্মাণ চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।