চকরিয়ায় আল-রাজি চক্ষু হাসপাতালের উদ্বোধন

137

কক্সবাজারের চকরিয়ায় আল-রাজি চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে চকরিয়া পৌর শহরের আকতার মার্কেটের দ্বিতীয় তলায় ১০ শয্যার এ হাসপাতালের উদ্বোধন করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মুজিবুল হক, সাংবাদিক আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজ সেবক আহামদ রেজা ও লায়ন আলমগীর প্রমুখ।
চকরিয়ায় আল-রাজি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল কাদের বলেন, চক্ষু রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতেই এ আল-রাজি চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। ১০ শয্যার এ হাসপাতালে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের খ্যাতনামা ও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। চক্ষু রোগীরা দিবা-রাত্রি ২৪ ঘন্টা এ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবেন বলেও জানান তিনি।