গাউছল আজম মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে মোটর র‌্যালি

157

গাউছল আজম হযরত মাওলানা শাহ ছুফি সৈয়দ আহম্মদ উল্ল্রাহ মাইজভান্ডারী (ক.)’র ১১৪ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিশাল মোটর র‌্যালী গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে সকাল ৯ টার সময় রাউজানের গহিরা এ,জে,ওয়াই, এম এস বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটর র‌্যালিটি রাউজানের অদুদিয়া সড়ক হয়ে গহিরা দলই নগর, নোয়াজিশপুর, নতুন হাট, ফতেহ নগর, ফটিকছড়ির তকির হাট, আজাদী বাজার হয়ে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে ফটিকছড়ির কেটোর পাড়, শ্যমলার হাট হয়ে রাউজানের উত্তর সতা, দরগাহ ছড়ি বাজার, অমির হাট, ডাবুয়া জগ্ননাথ হাট, কেউকদাইর হয়ে রাউজান উপজেলা সদরের ফকির হাট হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি রোড হয়ে রাউজানের মুন্সির ঘাটা, জলিল নগর বাস ষ্টেশন হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে রাউজানের হাজী পাড়া, মোহাম্মদপুর, রমজান আলী হাট হয়ে রাউজান নোয়াপাড়া সড়ক দিয়ে মোহাম্মদপুর, পশ্চিম রাউজান জারুল তলা, উত্তর গুজরা, আধার মানিক, অলিমিয়ার হাট, রঘু নন্দন চৌধুরী হাট, হয়ে নোয়াপাড়া পথের হাটে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক হয়ে ভ্রাম্বন হাট, গশ্চি, পাহাড়তলী চৌমুহনী হয়ে পুনরায় চট্টগ্রাম কাপ্তাই সড়ক দিয়ে রাউজানের মদুনাঘাট বাজার পর্যন্ত যায়। র‌্যালী শেষে রাউজান সরকারী বিশ^বিদ্যালয় কলেজ মাঠে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সম্পাদক র‌্যালী উদযাপন পরিষদেও আহবায়ক মোঃ ইসমাইলের সভাপতিত্বে ও র‌্যালী উদযাপন পরিষদেও সচিব আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারীর সঞ্চলনায় মাহফিল অনুষ্টিত হয়। মাহফিল ও র‌্যালী সমাপ্তিকরন সভায় বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি জাকের হোসেন মাস্টার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাধারন সম্পাদক ইউছুপ আলী, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য রাখেন মনজুরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ এস এম নুরুচ্ছাপা, মনসুর উদ্দিন, সালাউদ্দিন, সেলিমুল হক রুবেল, লোকমান হাকিম সওদাগর, সাংবাদিক শফিউল আলম, জাহাঙ্গীর আলম মাস্টার, রাওেশদ তালুকদার, সাদিকজ্জমান সফি, মামুন মিয়া, মোরশেদ আলম, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, জাফর উল্ল্রাহ চৌধুরী, মোহাম্মদ মোকতার, ইসমাইল হোসেন, মহিম উদ্দিন, মনসুল আলম, তৌফিকুল হোসাইন, কাজী আসলাম উদ্দিন, নাসির উদ্দিন, তানভীর আকবর চৌধুরী, জাফর আহম্মদ প্রমুখ। মাহফিল শেষে মিলাদ কেয়াম পরিচালনা করেন আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী। পরিশেষে দেশ ও জতির কল্যান কামনা করে মোনাজাত করেন আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী।