কুমিল্লায় বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

163

কুমিল্লায় বুদ্ধ ভিক্ষু অমৃতা নন্দকে হত্যার প্রতিবাদ জানিয়ে বান্দরবানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বৌদ্ধ ভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন।বুধবার দুপুর ২টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে বুদ্ধ ভিক্ষুরা বলেন, দেশে সাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করতে একটি চক্র গত ২৫ আগস্ট অমৃতা নন্দকে নৃশংসভাবে হত্যা করেছে। ওই চক্রটি দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে দাবি করেন নেতৃবৃন্দ। বাঘমারা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সভাপত্বি ভদন্ত সমা মহাথের এর সভাপতিত্বে প্রতিবাদ সভা ও মানবন্ধন অন্যানের‌্য মাঝে উপস্থিত ছিলেন। এদিকে পার্বত্য ভিক্ষু পরিষদের সহ সাধারণ সম্পাদক শ্রীমৎ ইন্দাচারা থেরো, ইয়াং ভিক্ষু এসোসিশেন এর সভাপতি উ ওয়াইন্না থেরো, থানচি বৌদ্ধ ভিক্ষু কল্যান সমিতির সভাপতি শ্রীমৎ উ গাইন্দা মহাথের, রুমা সমাগাসুখ বৌদ্ধ কল্যান সমিতির সভাপতি শ্রীমৎ উ নাইনন্দাসারা থেরো, উত্তরাঞ্চল ভিক্ষ পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রীমৎ উ নাই দিয়া থেরো, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মার্মা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি নারী নেত্রী মিসেস ড নাই প্রু মার্মা নেলী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই চ প্রু মারমা, এডভোকেট বাসিং থোয়াই মারমাসহ পার্বত্য ভিক্ষু পরিষদ, থানচি বুদ্ধ কল্যান সমিতি, রুমা বৌদ্ধ ভিক্ষু কল্যান সমিতির ব্যানারে শতাধিক বৌদ্ধভিক্ষুসহ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।