কুতুবদিয়ায় আইনশৃংখলা কমিটির সভা

44

কুতুবদিয়া দ্বীপের আইনশৃংখলা কমিটির সভা ১৯মার্চ উপজেলা পরিষদের হল রুমে ইউএনও দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন- থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ দিদারুল ফেরদাউস, উপজেলা আ.লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া উপজেলার সভাপতি শফিউল আলম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, ইউপি ছৈয়দ আহমদ চৌধুরী, আকতার হোছাইন, আ.স.ম শাহরিয়ার চৌধুরী, আবুল কালাম, কফিল উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজাউল করিম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে.লিটন কুতুবী, কুতুবদিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নুরুচ্ছাফা,আনসার ভিডিপি কর্মকর্তা ধনচরণ নাথ, বড়ঘোপ ফাযিল মাদরাসার অধ্যক্ষ নুরুল আলম, কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সজল দাশ, প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার রায়, সমীর শীল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কুতুবদিয়া দ্বীপের শতাধিক জলদস্যু ও ইয়াবা ব্যবসায়ীকে আটকের পর আইনশৃংখলা মোটামুটি ভাল রয়েছে। দ্বীপের দুটি বাজারে ময়লা আবর্জনা পরিস্কার রাখার উদ্যোগ হাতে নিয়েছে প্রশাসন। দ্বীপের ৪০ কিলোমিটার বাঁধের মধ্যে ২১ কিলোমিটার বাঁধ ভাঙ্গা রয়েছে। অত্যাসন্ন বর্ষা মৌসুমে ভাঙন বাঁধ দিয়ে দ্বীপের লোকালয়ে জোয়ারেও সয়লাব হবে। এতে জনগণ বসবাসে মারাত্মক ঝুকিতে রয়েছে। আগামী ২৪ মার্চ ৫ম উপজেলা পরিষদে কুতুবদিয়া দ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। কুতুবদিয়া দ্বীপের উপকূল হতে এক শ্রেণীর অসাধু চক্র বালি উত্তোলন করে দ্বীপের অস্তিত্ব হুমকির মুখে ফেলছে। দ্বীপ রক্ষার স্বার্থে বালি উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনকে সভার সদস্যরা অনুরোধ করেন।