কাপ্তাইয়ে জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

82

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ মঙ্গলবার (১২ নভেম্বর) কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পরিদর্শন, শিক্ষা উপকরণ বিতরণ এবং উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। কর্মসূচীর অংশ হিসাবে জেলা প্রশাসক সকাল ১০ টায় কাপ্তাই উপজেলার ওয়াগ্গা মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার শানজিদা মুস্তারী ,সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা, স্কুলের প্রধান শিক্ষক মমতা চাকমা, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন। এরপর জেলা প্রশাসক তম্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এদিকের কর্মসুচীর অংশ হিসাবে জেলা প্রশাসক ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের নব নির্মিত ডিজিটাল সেন্টার উদ্বোধন করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী সহ ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর তিনি ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি মারমা পাড়ায় বয়স্কদের জন্য নির্মিত প্রবীন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক কাপ্তাই থানা পরিদর্শন করেন।এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল জেলা প্রশাসককে সালাম জানান।
এদিকে কর্মসুচীর অংশ হিসাবে জেলা প্রশাসক উপজেলা সদরে নির্মিত আমার বাড়ী আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যংক এর নতুন ভবনের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ, ১১ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দূর্যোগ সহনীয় গৃহের চাবি হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এছাড়া কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর উদ্বোধন করেন।