ঔষধের মান না থাকলে মৃত্যুও ঘটাতে পারে : মেজর জে. মো. মোস্তাফিজুর

149

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঔষধ মানুষের রোগ যেমন দূর করে, তেমনি মৃত্যুও ঘটাতে পারে। যদি এই ঔষধের মান ঠিক না থাকে। তাই দেশের প্রত্যন্ত অঞ্চল কদলপুরে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। তিনি গতকাল শনিবার বিকেলে রাউজানের কদলপুরে নুরুল আলম চৌধুরী-খালেদা বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হেলথ্কিউর ফার্মেসি এন্ড ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নুরুল আলম চৌধুরী-খালেদা বেগম কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মু. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র উপ-সচিব আরিফ আহম্মেদ খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আলমগীর হোসেন, রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এহসান মুরাদ, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তছলিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসেম চৌধুরী, মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, বীমাবিদ এস. এম. ইউসুফ, এস.এম ইব্রাহিম খোকন, প্রাক্তন শিক্ষক সাধন কৃষ্ণ চক্রবর্তী, কাজী সিরাজুল ইসলাম, নাছিরুল হক চৌধুরী, এডভোকেট কাজী মুহাম্মদ নজমুল হক, অধ্যাপক বাদল কিশোর দাশ, সুরঞ্জন ভট্টাচার্য্য, সাবেক চেয়ারম্যান এস.এম ফারুক, সাইফুল হক চৌধুরী লাভলু, ফরহাদ উদ্দিন আহম্মেদ চৌধুরী, অধ্যক্ষ আবদুল মালেক, মো. মোবারক শাহ্ চৌধুরী, তরুণ চক্রবর্তী, অধ্যক্ষ মো. ওমর ফারুক, অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। সংগঠক বিশ্বজিত ভট্টাচার্য্যরে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরী, কোষাধ্যক্ষ মো. খোরশেদুল আলম চৌধুরী, কদলপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন চৌধুরী, উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, ফাহিম উদ্দিন শাহ্, মো. ইউসুফ চৌধুরী ভুট্টো, এডভোকেট মুজিবর রহমান, এডভোকেট দিশু কান্তি দাশ, ইউপি সদস্য কমল চক্রবর্তী, মুরাদুল হক চৌধুরী, মো. নাছির উদ্দিন, আবু তৈয়ব চৌধুরী, মো. ইলিয়াছ, রণিকা ভট্টাচার্য্য, জেনু বড়–য়া, কদলপুর স্কুল এন্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফরহাদুর রহমান চৌধুরী প্রমুখ।
এদিকে রাউজানে মডেল শপ্ এর উদ্বোধন করেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় প্রধান অতিথি থেকে উপজেলার মুন্সিরঘাটাস্থ এ ঔষধের দোকান উদ্বোধন করেন। রাউাজন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো.তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর শীল সাগরের পরিচালনায় সাধারণ সম্পাদক প্রসূন দাশগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো.কামরুল আলম, মনোজ চৌধুরী কাঞ্চন, বিকাশ দাশ, মো. মোস্তাক, রিটন দাশ, অমর মহাজন, মো.শফিক, হরিধন শীল মন্টু।