ঋণ আদায় ব্যবস্থা ত্বরান্বিত করতে মতবিনিময় সভা

38

ঋণ আদায়ের লক্ষ্যে সরকারের নতুন নীতিমালা এবং ঋণ আদায় ব্যবস্থা তরান্বিত করতে চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ ৩০ ঋণখেলাপিদের নিয়ে গত ৩১ আগস্ট দিনব্যাপী বাংলাদেশ কমার্স ব্যাংক লি. এর আগ্রাবাদ শাখায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ব্যাংকের নিয়মিত কার্যক্রম হচ্ছে আমানত সংগ্রহ এবং তা বিনিয়োগ করা। বিনিয়োগ এবং আমানত সংগ্রহের মাধ্যমে ব্যাংক দেশ ও জনগণকে সেবা দিয়ে থাকে। এ দুই প্রক্রিয়ার যেকোন একটি ব্যাহত হলে, তা ব্যাংকের স্বকীয়তার উপর আঘাত হানে। ফলে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংক। এতে দেশ, জনগণ ও অর্থনীতি- এ তিনটির উপর প্রভাব পড়ে। আর কমার্স ব্যাংকের এগিয়ে যাওয়ার পথে এ বিষয়টি এখন অন্তরায়। তাই খেলাপি ঋণ আদায়ে ব্যাংক এখন জিরো টলারেন্স পন্থা অবলম্বন করবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ আব্দুল খালেক খান ঋণখেলাপিদের উদ্দেশে বলেন, খেলাপিঋণ আদায়ে সরকারের নীতিমালা বিষয়ক সার্কুলারটি অনুসরণ করুন, নচেৎ আমরা আইনি ব্যবস্থা এবং রিকভারি কার্যক্রমকে আরও বেশি জোরদার করবো আমাদের সর্বোচ্চ স্তর পর্যন্ত। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড সেক্রেটারি ও রিকভারি প্রধান মোহাম্মদ ইস্তেঞ্চার বিল্লাহ, রিকভারি সেল চট্টগ্রাম অঞ্চল প্রধান লিপি আজাদ, হেড অব ল সুদত্ত সেবক বড়ুয়া, মো. বেলাল এসএভিপি ও আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক, মো. জাফর ইকবাল এসএভিপি, জুবিলি রোড শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম জাসু, মুরাদপুর শাখা ব্যবস্থাপক মো. আরিফ, একে খান মোড় শাখা ব্যবস্থাপক আমির হোসেন, কুমিরা শাখা ব্যবস্থাপক মোস্তাক মিয়া, খাতুনগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মহি উদ্দিন, দেওয়ানহাট শাখা ব্যবস্থাপক হাফিজ আহমেদ, লোহাগাড়া শাখা ব্যবস্থাপক মো. দিদারুল আলম, চাক্তাই শাখা ব্যবস্থাপক সামশেদ উদ্দিন ছিদ্দিকীসহ চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ ৩০ ঋণখেলাপি। বিজ্ঞপ্তি