ইউসিটিসির ওরিয়েন্টেশন প্রোগ্রাম

51

উনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি,চট্টগ্রাম (ইউসিটিসি) আয়োজিত নতুন বছরের স্প্রিং সেমিস্টারে গত শুক্রবার ইভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ওরিয়েন্টেশান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড.আব্দুস সামাদ, বিশেষ অতিথি রেজিস্ট্রার প্রফেসর ড. শেখ সিরাজুল ইসলাম, ফাউন্ডার মোহাম্মদ ওসমান এবং ড. মাসুদ এবং মাস্টার ইন পাবলিক হেলথের প্রফেসর ড. জাহেদ হোসেন শরীফ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে উপস্থিত হল ভর্তি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়ম কানুন এবং বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য, সেই সাথে ইউসিটিসি টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের পাশাপাশি মানবিক ও ব্যবসায় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। ইউসিটিসি ইংরেজি ভাষার গুরুত্ব বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে কীভাবে কাজে লাগানো যাবে তাও উঠে এসেছে বক্তাদের বক্তব্যে। সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের প্রভাষক তাহমিদ তৌসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমভাগে উলে­খিত বক্তাদের পাশাপাশি এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ও এসিস্ট্যান্ট প্রফেসর ড.আবু জাবেদ, প্রক্টর ড.আকতার উদ্দিন, সাংস্কৃতিক বিভাগের প্রধান আরিফ মইনুদ্দিন চৌধুরি, এডমিশন বিভাগ প্রধান ও প্রভাষক শেখ জাহেদ এবং প্রতিটি ফ্যাকাল্টির কোঅর্ডিনেটর নিজ নিজ বিভাগ, ক্লাস ম্যানেজমেন্ট, স্টুডেন্ট বিহ্যাভরিয়াল ইস্যু, নিয়মকানুন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের পরবর্তী অংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সজীব জহির ও ছাত্রী মুন মৈত্রের সঞ্চালনায় ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর মো. জিয়াউল হকের স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শুরু হয়। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নাচ, গান এবং আবৃত্তি দিয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখে। জ্যাজ ও পিয়ানো ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপি ওরিয়েন্টেশন অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়। খবর বিজ্ঞপ্তির