আজিমনগরে গায়েবী ধন কেবলার ওরশ নাজিরহাট প্রতিনিধি

139

ভক্তের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম প্রধান আধ্যাত্মিক সাধক হযরত গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারীর (প্রকাশ বাবা ভান্ডারী) প্রথম কন্যা শাহজাদী সৈয়দা মায়মুনা খাতুন’র প্রথম পুত্র শাহ্সূফী সৈয়দ সিরাজুল ইসলাম(প্রকাশ-গায়েবী ধন কেবলা কাবা) এর ৩৩তম বার্ষিক ওরশ ২২ ফেব্রুয়ারি ফটিকছড়ির আজিমনগর ভান্ডার শরীফের গায়েবী ধন মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব উম্মার সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন মাওলানা শাহুসূফী সৈয়দ আবুল মনছুর আল্ মাইজভান্ডারী। এর আগে গায়েবী ধন কেবলা কাবার জীবনীর উপর আলোচনার সভাপতির বক্তব্যে শাহসূফী সৈয়দ আবুল মনছুর আল্ মাইজভান্ডারী বলেন, নবী-ওলী মনীষীদের দেখানো পথই হচ্ছে সঠিক পথ তথা সিরাতুল মুস্তাকিম। যারা এ সহজ সরল সোজা পথে প্রতিষ্ঠিত থেকে সার্বিক জীবন পরিচালনা করবে তারাই পাবে মুক্তির দিশা। ইহজাগতিক কল্যাণ এবং পরকালীন অনন্ত জীবনে মুক্তির দিশা পেতে নবী-ওলী-মনীষীদের দেখানো পথে সকলকে চলতে হবে। এসময় দরবারে শাহাজাদা সৈয়দ আরফাতুর রহমান(মিন্টু), শাহাজাদা সৈয়দ ইরফানুর রহমান(মিজান)সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ওরশে আগত ভক্তরা গায়েবী ধন মঞ্জিলে সাজ্জাদনশীন শাহুসূফী সৈয়দ আবুল মনছুর আল্ মাইজভান্ডারী সাথে দীর্ঘ লাইন ধরে সাক্ষাত করে দোয়া কামনা করতে দেখা যায়। বার্ষিক ওরশ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শাহাজাদা সৈয়দ ইরফানুর রহমান(মিজান) সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।