আইডিএলসি’র পাঁচদিনের নাট্যউৎসব শুরু

24

‘তারুণ্যের জয়গানে আসুন আনন্দের মঞ্চে’ এ ¯েøাগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো ১৯ নভেম্বর থেকে জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি আইডিএলসি নাট্যউৎসব। প্রধান অতিথি হিসেবে এ নাট্যউৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও এমডি আরিফ খান এবং বিশেষ অতিথি ছিলেন রামেন্দু মজুমদার, প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল থিয়েটার এসোসিয়েশন (আইটিআই)। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বর্গ ও অন্যান্য কলাকুশলীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশের স্বনামধন্য নৃত্য শিল্পী র‌্যাচেল প্রিয়াঙ্কা। উদ্বোধনী দিনে ‘রসপুরাণ’ ও ‘ভদ্দরনোক’ মঞ্চায়িত হয় যা পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ’ এবং ‘নাট্যচক্র’।
এছাড়া আরো আটটি দল এ উৎসবে নাটক পরিবেশন করবে। দর্শকনন্দিত এ দলগুলো হলো-তাড়ুয়া, ঢাকা পদাতিক নাট্যসংসদ, শব্দ নাট্যচর্চা কেন্দ্র, সময় নাট্য দল, ঢাকা থিয়েটার, আরশিনগর ও নাগরিক নাট্যাঙ্গন। বিজ্ঞপ্তি