তিন ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

9

নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ক্ষতিসাধন করে পরিবেশ ছাড়পত্র ও নবায়নবিহীন ইটভাটা পরিচালনার করায় চট্টগ্রামের তিন ইটভাটাকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল রবিবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন।
ইটভাটাগুলো হলো ফটিকছড়ির খাজা মঈনউদ্দিন চিশতী (রা.) ব্রিক্স, চন্দনাইশের আলীশাহ ব্রিক্স ও খাজা ব্রিক্স।
পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী জানান, পরিবেশের ক্ষতিসাধন এবং আইন না মেনে ইটভাটা পরিচালনা করায় চট্টগ্রামের ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নবায়নবিহীন খাজা মঈনউদ্দিন চিশতী (রা.) ব্রিক্সকে ৯০ হাজার টাকা, ছাড়পত্রবিহীন আলীশাহ ব্রিক্স ও খাজা ব্রিক্সকে যথাক্রমে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিকরা আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।