নতুন বইয়ের ঘ্রাণ / মন করে আনচান

135

নতুন বই
স্মরণিকা বড়ুয়া মুমু
শ্রেণি-পঞ্চম
বাকলিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চকবাজার, চট্টগ্রাম।

বছরের প্রথম দিনেই প্রতি বছরের মতো আমি নতুন বই পেয়েছি। নতুন বই পড়তে খুবই ভালোলাগে আমার। নতুন বইয়ের নতুন নতুন গল্প, কবিতা, ছড়া পড়তে বেশ মজা লাগে। নতুন বই কথাটি শুনলে আনন্দে নেচে ওঠে আমার মন। নতুন বইয়ের অধ্যায়গুলো পড়তে খুবই ভালো লাগে। নতুন বইয়ের প্রতিটা পৃষ্ঠায় রয়েছে গল্প কবিতার সাথে রঙিন ছবি। নতুন বই পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত আনন্দ হয়েছি।

নতুন বই পেয়ে খুশি
তানহা তাবাসসুম
শ্রেণি-পঞ্চম
মধ্য ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কর্ণফুলি, চট্টগ্রাম।

আমি বছরের প্রথম দিনই পেলাম নতুন বই। শুরু হলো পড়ালেখা। নতুন বইয়ের ঘ্রাণ আমার খুবই পছন্দ। আমার সবচেয়ে প্রিয় বই বাংলা। আমি প্রথমে বাংলা বই তারপর অন্যান্য বই খুলে দেখেছি,পড়েছি। বাংলা বই এর কবিতাগুলো আমার খুবই পছন্দ। বিশেষ করে ‘সংকল্প’, ‘ফেব্রুয়ারির গান’, ‘শব্দ দূষণ কবিতাদু’টো আমি মুখস্থ করেছি। বাংলা বইয়ে আরো অনেক কিছু জানার মতো। নতুন বই দেয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।

নতুন বইয়ের ঘ্রাণ
মোছাম্মৎ তাসনোভা
শ্রেণি-অষ্টম,
সার্ক একাডেমি, বজ্রঘোনা, ওয়াইজার পাড়া, পূর্ব বাকলিয়া, চট্টগ্রাম।

অতিথি পাখির মতো অজস্র বই এসে যখন স্কুলের অঙ্গনকে ভরিয়ে দেয় তখন ফাঁকা পড়ার টেবিল আবার ভরে যায় নতুন বইয়ের সারিতে। ইস কী আনন্দ।
কী মনমাতানো নতুন বইয়ের ঘ্রাণ। আহা, রঙবেরঙের নতুন বইয়ের ঘ্রাণ, জাগিয়ে দেয় প্রাণ। প্রতিটা বইয়ে রঙিন সব ছবি। নতুন ভাবে নতুন প্রত্যাশা বুকে জাগেৎ। মন ছুটে যায় মিষ্টি রোদ্দুর মেখে প্রান্তর থেকে প্রান্তরে, দৃষ্টি ছাড়িয়ে সুদূর দিগন্তে।

আমার নতুন বই
সুইটি বড়ুয়া
শ্রেণি-ষষ্ট
বিনাজুরি নবীন স্কুল এন্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম।

নতুন বছর মানে নতুন বই। নতুন বছরে নতুন বই পেয়ে আমি খুব খুশি।
নতুন বইয়ের নতুন গন্ধ আমার খুব ভালো লাগে। নতুন বই পড়তে আমার খুব পছন্দ। নতুন বইয়ের নতুন কবিতা পড়তেও আমার খুব মজা লাগে। নতুন বই পেয়ে বইয়ের বাংলা বইয়ের বেশ কয়েকটা গদ্য পড়ে ফেলেছি। পড়ে আমার খুব ভালো লেগেছে। নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ার পর মন খুশিতে ভরে গেল।

একগুচ্ছ নতুন বই
নুরজাহান আক্তার নিছা
শ্রেণি-সপ্তম
সার্ক একাডেমি, বজ্রঘোনা, ওয়াইজার পাড়া, পূর্ব বাকলিয়া, চট্টগ্রাম।

আমরা শিক্ষার্থীরা অধিক আগ্রহে অপেক্ষা করি বছরের শুরুতে নতুন পাওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষে আমাদের হাতে নতুন বই তুলে দিলেন এবারও। একগুচ্ছ নতুন বই। বর্ণালী প্রচ্ছদে উজ্জ্বল চকচকে বইগুলো হাতে পাওয়ার পর আমাদের আনন্দের সীমা থাকে না। একই সাথে আমরা গেয়ে উঠি- “আমরা করবো জয়”। বুকে জাগে নতুন আশা। প্রতি বছরই আমরা নতুন ভালো ফলাফল করবো এবং নতুন বইয়ের ঘ্রাণ নেবো।

নতুন বই দিয়ে শুরু
অহনা দেওয়ানজী
শ্রেণি- অষ্টম
বাকলিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চকবাজার, চট্টগ্রাম।

নতুন বই। নতুন বছর মানে নতুন বই দিয়ে শুরু। নতুন বছর মানে সব পুরানো স্মৃতি সুখ দুঃখ ভুলিয়ে নতুনভাবে, ভালো কিছু শুরু করা। সে নতুন শুরুটা আরো আনন্দে ভরে ওঠে নতুন বই পাওয়ার মাধ্যমে। নতুন বই পাওয়ার আনন্দই আলাদা।
পুরানো বই পুরানো ক্লাস ছেড়ে নতুন ক্লাস নতুন বই হাতে সবকিছু যেন রঙিন হয়ে যায়। নতুন বই পাওয়া আনন্দ কাউকে বলে বোঝানো যায় না।

নতুন বই নতুন প্রেরণা
জুবাইরা আকতার হিরা
শ্রেণি-পঞ্চম
সার্ক একাডেমি, বজ্রঘোনা, ওয়াইজার পাড়া, পূর্ব বাকলিয়া, চট্টগ্রাম।

নতুন বইয়ের ঘ্রাণটা যখনই আমি অনুভব করি আমার প্রাণটা যেন জুড়িয়ে যায়। সেই প্রশান্তির ঘ্রাণ যেন আমাকে বিদ্যালয়ে আসার অনুপ্রেরণ যোগায়। বাগানের ফুলের সৌরভ যেমন আমাকে মোহিত করে ঠিক তেমনি নতুন বইয়ের ঘ্রাণটা আমাকে মোহিত করে। নতুন বইয়ের প্রচ্ছদ এবং বইয়ের ভেতরের রঙিন রঙিন ছবিগুলোতেও আমি খুব আনন্দ অনুভব করি। প্রতিটা বইয়ে পড়াগুলো আমার জন্য সত্যি খুব মূল্যবান। বই আমাদের ভবিষ্যতের পথনির্দেশিকা।

নতুন বইয়ের আনন্দ
মো. মোরশেদ আলম রাফি
শ্রেণি-অষ্টম
বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ, চকবাজার, চট্টগ্রাম।

নতুন বছরের শুরুতেই বই পাওয়াটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। বছরের শুরুতেই বই পেয়ে ভালো লাগছে খুব। আমরা বছরের শুরু থেকেই খুব ভালো করে পড়া শোনা করতে পারবো। নতুন বইয়ের ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। পড়ার আগ্রহ ও ইচ্ছো আরো বেড়ে যায়। নতুন নতুন তথ্য জানা যায় নতুন বই পড়ে। যাতে করে আমাদের চেনা-জানার সুযোগটা আরো সহজ হয়। নতুন সব বইয়ের মলাটে রঙিন ছবিগুলো আমার পছন্দ।