বাংলা আমার ভাষা

167

 

কেইকো চা’কে ‘ওচা’ বলে
কোন ভাষাতে ? জাপানি!
মিংচা থাকে চায়নাতে তার
‘চাশুই’ মানে চা-পানি।

লিন্ডা জেমি আমেরিকান
বল তো ওরা কী বলে?
ঠিক বলেছিস! চা’কে দু’বোন
জোর খাটিয়ে ‘ঠি’ বলে।

ঘাড় দুলিয়ে ‘চায়ে’ বলে
বন্ধু আমার বিদিতা
বাংলা ভাষায় ‘চা’ খাই আমি
আমার সংগে হৃদিতা।

ভিন দেশি সব বন্ধু আমার
ওদের সংগে চলি তাই।
আড্ডাতে আলাপে কথা
ওদের ভাষায় বলি তাই।

জাপানি ও চীনা ভাষায়
ইংরেজি বা হিন্দিতে
ভালোই আমি বলতে পারি
পারবে না কেউ নিন্দিতে।

কিন্তু যতোই ভিন্ন ভাষায়
পড়ি লিখি বলি; তা
হয় কখনো শতশিখার
প্রাণপ্রদীপের সলিতা?

আসল কথা সগৌরবে
বলছি, শোনো মন দিয়ে,
বাংলা আমার সত্তা জুড়ে
আজীবনের সন্ধি এ।

বাংলা আমার ভালোবাসা
বাংলা আমার মা।
মায়ের ওপর কারো আসন
হতেই পারে না।