অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে জয়ে ফিরল জেলা দল

33

অধিনায়ক আবদুল্লাহ হানিফের অলরাউন্ডিং নৈপুণ্যে কুমিল্লা জেলা অনূর্ধ্ব-১৪ দলকে সহজে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে চট্টগ্রাম জেলা দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনূর্ধ্ব- ১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের খেলায় গতকাল ১৩৪ রানে বিশাল ব্যবধানে জয় পায় বন্দর নগরীর দলটি। আগে ব্যাট করে চট্টগ্রামের সংগ্রহ করা ২১৯ রানের জবাবে ৮৫ রানে অলআউট হয় কুমিল্লা। এর আগে প্রথম খেলায় চট্টগ্রাম জেলা দল লক্ষীপুর জেলা দলের কাছে পরাজিত হয়।
নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে ২২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কুমিল্লা জেলা দলের প্রথম উইকেট তুলে নেয় চট্টগ্রাম জেলা দল ৪.২ ওভারে দলীয় ১৪ রানে। এরপর নিয়মিত বিরতিতে চট্টগ্রামের বোলার আবদুল্লাহ হানিফ ও ফারদিন নুর, মোহাম্মদ আসিফ, আব্বাস ইবনা ও আফফান মাহবুবদের বোলিং ঘূর্ণিতে ৩৮.৩ ওভারে মাত্র ৮৫ রান তুলতেই সবকটি উইকেট বিসর্জন দেয় কুমিল্লার ব্যাটসম্যানরা। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান সংগ্রহ করেন কাজী আশরাফ উদ্দিন। এছাড়া ইয়াসির আরাফাত ১১ এবং ইরফান হোসেন ১০ রান করে। চট্টগ্রাম জেলা দলের পক্ষে অধিনায়ক আবদুল্লাহ হানিফ ও ফারদিন নুর তিনটি করে, মোহাম্মদ আসিফ দুটি এবং আব্বাস ইবনা ও আফফান মাহবুব একটি করে উইকেট শিকার করে। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২১৯ রান তোলে চট্টগ্রাম জেলা দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে উদ্বোধনী জুটি থেকে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে দলীয় ১২৭ রানে। এ জুটি থেকে ৬১ রান। দলের শেষ উইকেটে পতন ঘটে ৪৭.৩ ওভারে ২০২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে উদ্বোধনী ব্যাটসম্যান শেখ মোহাম্মদ মেহেদী। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক আবদুল্লাহ হানিফের ব্যাট থেকে। এছাড়া দলীয় ইনিংসে জিয়াউল করিম আপন ২৭, হামজা মাহমুদ ২৬ ও আব্বাস ইবনা ২২ রান যোগ করে। কুমিল্লার পক্ষে ইয়াসিন আরাফাত দুটি উইকেট তুলে নেয়।