মেয়েদের ক্রিকেটেও টেস্ট মর্যাদা চায় বাংলাদেশ

21

মেয়েদের ক্রিকেটেও টেস্ট মর্যাদা চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে কাজ শুরু করেছে বিসিবি। আগামী বছর থেকে ঘরোয়া ক্রিকেটে শুরু করতে যাচ্ছে বড় দৈর্ঘ্যরে ম্যাচ। বিসিবির মহিলা ক্রিকেট উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানান, মহিলা ক্রিকেটকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন তারা। ‘আমরা কিন্তু (মহিলা ক্রিকেটে) টেস্ট স্ট্যাটাস এখনও পাইনি। যদি টেস্ট স্ট্যাটাস পেতে হয় আমাদের কিন্তু লঙ্গার ভার্সনে যেতে হবে। আগামী বছর থেকে আমরা লঙ্গার ভার্সন শুরু করতে যাচ্ছি।’
সাকিব আল হাসানরা মহিলা ক্রিকেটারদের জন্য চেয়েছেন তাদের সমান সুযোগ-সুবিধা। নাদেল জানান, এরই মধ্যে সালমা খাতুন-রুমানা আহমেদদের জন্য সুযোগ-সুবিধা কিছুটা বাড়িয়েছেন তারা। ‘ওদের বেতন টিএ-ডিএ বেড়েছে কিনা? এটা যেমন বাড়ছে আমাদের হোম এবং অ্যাওয়ে সিরিজও বেড়েছে, টুর্নামেন্টও বাড়ছে।’
‘যাদের স্যালারি ছিল ১৫ হাজার, আমরা তাদের স্যালারি ২০ হাজার বা ২৫ হাজারে নিয়েছি। যার ছিল ২০ হাজার তাকে ৩০ হাজারে নিয়েছি। সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতন পাচ্ছে। আমরা ১৬-১৭ জনকে স্যালারি দেই। আমি সব সময় বলি, এটা অর্জন করতে হলে ভালো পারফরম্যান্স করতে হবে। মেয়েরা কিন্তু তুলনামূলক ভালোই করছে।’