মনোমুগ্ধকর গীতিনৃত্যনাট্য ‘৫২ হতে ৭১’ উপস্থাপন

27

সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনাচার, জীবনবোধ, দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সহজে তুলে ধরা যায় এবং দর্শক শ্রোতা তা থেকে উপলব্ধি করতে পারে আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতির শেকড় এর উৎস ও দেশের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাসের কথা। তেমনি এক ইতিহাস সমৃদ্ধ গীতিনৃত্যনাট্য ‘৫২ হতে ৭১’ উপস্থাপন করা হলো গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে। এই গীতিনৃত্যনাট্যের মাধ্যমে আমাদের ভাষা আন্দোলন, জাতির পিতার ৭ই মার্চ এর কালজয়ী ভাষণ, মহান মুক্তিযোদ্ধ, লাল সবুজের বাংলাদেশ এর গ্রামীণ জনপদের ঐতিহ্য সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনসমূহ গানে, কবিতায় এবং নৃত্যের অঙ্গভঙ্গীতে তুলে ধরেছেন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির শতাধিক শিল্পী। একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক সংগীত পরীক্ষার সনদপত্র বিতরণ উপলক্ষে এই নান্দনিক আয়োজন হল ভর্তি দর্শক শ্রোতা উপভোগ করেন তুমুল করতালিতে। রাজেস সাহা, রওশন শরীফ তানি, জ্যাকলিন তনচংগ্যার সংগীত পরিচালনায়, সংগীতা দত্ত এ্যানির নৃত্য পরিচালনায়, খোদেজা আক্তার ভাষার আবৃত্তি পরিচালনায় এবং ঝুলন দত্ত, ইমরান হোসেন রোকন, অভিজিত দাশ কিষান, অর্নব মল্লিক ও নাসির উদ্দিন মিনহাজ এর যন্ত্রসংগীত সহযোগিতায় এই গীতিনৃত্যনাট্য দর্শকদের অকুণ্ঠ প্রশংসা করে। সনদপত্র বিতরণ উপলক্ষে সেই দিন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির কাপ্তাই এর ৩ গুণীজনকে সম্মাননা প্রদান করেন। সংবর্ধিত গুণীজনরা হলেন সংগীত ও শিক্ষায় ওস্তাদ কানন বিহারী বড়ুয়া, নাট্যকলায় জন অশোক বাড়ৈ এবং ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক নুর বেগম মিতা। পরে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মানবাধিকার কর্মী খোরশেদুল আলম কাদেরী। বেতার শিল্পী বীনাপানি চক্রবর্তী, নুর মোহাম্ম বাবু, সেলিম ভুইঞার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জয়সীম বড়ুয়া, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং কাপ্তাই শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা।।