শেষযাত্রাতেও বাপ্পী লাহিড়ীর চোখে কালো চশমা!

31

ভারতীয় সংগীতের রাজকীয় এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। যিনি নিজের মধ্যে সর্বদা স্টাইলিশ ভাব রাখতেন, স্বর্ণের গয়নায় ঢেকে রাখতেন গলা, আঙুল, সারাক্ষণ চোখে রাখতেন মূল্যবান সানগ্লাস, সেই বাপ্পী লাহিড়ী চলে গেছেন না ফেরার দেশে। ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে মারা যান তিনি। কিংবদন্তীর শেষযাত্রায়ও ছিল কিছুটা ভিন্নতা। কেননা অন্তিম এই মুহূর্তেও তার চোখে ছিল সানগ্লাস। শেষযাত্রার বিভিন্ন ছবি ও ভিডিও থেকে বিষয়টি সামনে এসেছে। শেষযাত্রায় বাপ্পী লাহিড়ীর মরদেহ কাঁধে নিয়েছেন বেশ কয়েকজন। ছিলেন তার পুত্র বাপ্পা লাহিড়ীও। মেয়ে রোমা লাহিড়ী বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন।
অন্য সবার চোখে-মুখেও বিষাদের ছাপ। কেবল একজনই রাজকীয় ভঙ্গিমায় চিরনিদ্রায়। তিনি ডিস্কো কিং। বৃস্পতিবার সকালে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে সম্পন্ন হয়েছে বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য। চোখের জলে প্রিয় তারকাকে বিদায় জানিয়েছেন অসংখ্য ভক্ত-অনুরাগী।