আশা করি কিছু ম্যাচ আমরা জিততে পারবো : স্টিভ রোডস

75

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ কখনোই জেতেনি। কিন্তু সবশেষ ২০১৬ সালে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কঠিন এক একটি সময় উপহার দিতে সক্ষম হয়েছিলো। তবে এবার আর কঠিন সময়েই সীমাবদ্ধ থাকতে চাইছে না সফরকারী দলটি। টেস্ট ও ওয়ানডে সিরিজে বেশ কয়েক ম্যাচে স্বাগতিকদের হারের গ্লানি দিয়ে দেশে ফিরতে চাইছেন টাইগার হেড কোচ স্টিভ রোডস। আর এই ক্ষেত্রে তাকে আশাবাদী করে তুলছে দেশে ও দেশের বাইরে শিষ্যদের সাম্প্রতিক পারফরম্যান্স।
বুধবার নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে দেশে ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রোডস বলেন, ‘আশা করি আমরা কয়েকটি ম্যাচ জিতবো। আর যদি জিততে পারি সেটা হবে আমাদের জন্য দারুণ কিছু। তবে গেলবারের অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা সহজ হবে না। আমরা আমাদের প্লেয়ারদের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে খুবই খুশি। এবং ওয়ানডেতে আমরা ভাল করবো বলেই আমার বিশ্বাস।’
ওয়ানডে সিরিজ জয়ে হেড কোচকে উচ্চকণ্ঠ মনে হলেও টেস্টের প্রসঙ্গে ততটা মনে হলো না। ‘টেস্ট ম্যাচ খুবই কঠিন। তবুও আগের চাইতে এখন আমরা অনেক গোছালো। সেটা ঘরের মাঠেই দেখা গেছে। আমার বিশ্বাস টেস্টেও আমরা ভাল কিছু করতে পারবো।’