৬ জনকে মামলা ও জরিমানা চসিকের

3

নিজস্ব প্রতিবেদক

কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর টাইগারপাস, লালখান বাজার, ওয়াসা মোড়, দামপাড়া, জাকির হোসেন রোড, জিইসি মোড়, নাসিরাবাদ, ষোলশহর ও বায়েজিদ বোস্তামী রোড এলাকায় করোনার বিস্তাররোধে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়।
এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়। একই অভিযানে ভারী বর্ষণজনিত কারণে টাইগারপাস পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য পুনরায় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।