৬৫ শিল্পীর চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী

13

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ছয় দিনব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসবে প্রতিদিন তিনটি মঞ্চে নানা অনুষ্ঠানমালা আয়োজিত হচ্ছে। গতকাল সোমবার উৎসবের চতুর্থ দিনে শিল্পকলার আর্ট গ্যালারি ভবনে চলে চারুকলা ও আলোকচিত্র প্রদর্শনী। এতে মোট ৩০ জন চারুশিল্পী ও ৩৫ জন আলোকচিত্র শিল্পী তাদের শিল্পকর্ম নিয়ে অংশ নেন। আলোকচিত্র প্রদর্শনীর সহযোগিতায় ছিল চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটি। এছাড়া মুক্তমঞ্চে আবৃত্তিশিল্পী নাজমা আক্তারের উপস্থাপনায় দলীয় সংগীত পরিবেশন করে নজরুল সংগীত শিল্পী সংস্থা। আবৃত্তি করে স্বদেশ আবৃত্তি সংগঠন। দলীয় নৃত্যে ছিল সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নৃত্যময়ী একাডেমি এবং দীপশিখা নৃত্যগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন জয়ন্তী লালা, দীপেন চৌধুরী, শ্রেয়সী রায়, গিরীজা রাজবর, মোহাম্মদ হোসেন, ফজলুর রহমান, কামরুল আজম টিপু ও সাইফুদ্দিন মাহমুদ খান। একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাশকুর এ সাত্তার কল্লোল, নাজমুল আহসান, দিলরুবা খানম ও অনির্বাণ চৌধুরী। আবৃত্তিশিল্পী শারমিন মুস্তারী নাজুর সঞ্চালনায় গ্যালারি হলে ছিলো তারুণ্যের উচ্ছাসের প্রযোজনা ‘সমীপে মা’। সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের পরিবেশনায় শ্রুতিনাটক। ছিলো নান্দীমুখ এবং লোক থিয়েটারের নাট্যাংশ অভিনয়। মূল মিলনায়তনে পরিবেশিত হয় সুমন টিংকুর রচনা ও মোসলেম উদ্দিন শিকদারের নির্দেশনায় আভ্যাগার্ড প্রযোজিত নাটক ‘নবান্ন ফিরে আস’। শিল্পকলা প্রাঙ্গনজুড়ে বইমেলায় অংশ নিচ্ছে চট্টগ্রাম প্রেসক্লাব, কালধারা, বলাকা, শৈলী, খড়িমাটি ও তৃতীয় চোখ। উৎসব সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ইস্পাহানি লিমিটেড। ৬ দিনের এ আয়োজনে শিল্প সংস্কৃতির প্রায় সবগুলো মাধ্যমকে একত্রিত করে শতাধিক সংগঠনের সহ¯্রাধিক শিল্পী অংশ নিয়েছেন।