৬০ হাজার কোটি টাকায় ম্যানইউ কিনতে চান কাতারের আমির

22

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে গত নভেম্বরে আগ্রহ প্রকাশ করেছিল ক্লাবটির মালিকপক্ষ গ্রেজার্স পরিবার। এরপর থেকে অনেকেই ইউনাইটেড কেনার আগ্রহ প্রকাশ করছে, এগোয়নি আলোচনা। এবার ইংলিশ ক্লাবটি কেনার আগ্রহ প্রকাশ করল কাতারি বিনিয়োগকারীরা। দীর্ঘ সময় ধরে কোনো শিরোপার দেখা পাচ্ছে না রেড ডেভিল দলটি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। পরে আর বলার মতো সাফল্য নেই। দেড়শ বছরেরও বেশি পুরনো ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রেজার্স পরিবারের কাছ থেকে মুক্তি চান সমর্থকরা। ওল্ড ট্রাফোর্ডে আন্দোলন পর্যন্ত করেছে রেড ডেভিলপ্রেমীরা। গোলডটকমের এক প্রতিবেদন জানাচ্ছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইউনাইটেড কিনতে ৪৫০ কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার কোটি টাকা খরচ করতে রাজি আছেন।