৬০ বছরের গোপাল কৃষ্ণের ১০ বছর সশ্রম কারাদন্ড

8

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালী উপজেলায় এক শিশুকে ধর্ষণের দায়ে গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে তাকে ৯০ দিনের সময় বেঁধে দেয়া হয়। অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। গতকাল বুধবার রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) এ ই এম ইসমাইল হোসেন এই রায় দেন। সিসি ক্যামরা ফুটেজের মাধ্যমে এ ঘটনা প্রমাণিত হয়।
২০১৯ সালের ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আসামি গোপাল কৃষ্ণ নাথ কাউখালী উপজেলার মীর সুপার মার্কেটের সিঁড়িতে এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই ভিকটিমের বাবা মিন্টু কান্তি দে বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। আইনী প্রক্রিয়া শেষে গতকাল এ রায় ঘোষিত হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে।’
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন সুজন বলেন, ‘আমরা মনে করি যে এই মামলায় আমরা ন্যায় বিচার পাইনি। তাই উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করব। আমাদের বিশ্বাস আপিলে আসামি নির্দোষ হয়ে খালাস পাবে।’