৫ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ টাকা জরিমানা

32

পরিবেশগত ছাড়পত্র গ্রহণ, নবায়ন না করা এবং পরিবেশগত ছাড়পত্র-নবায়ন পত্রের শর্ত ভাঙার দায়ে রয়েল ও কনফিডেন্স সিমেন্টসহ পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে পাহাড় কাটার দায়ে চার ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম অঞ্চলের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা এসব জরিমানার আদেশ প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এর ৭ ধারা অনুযায়ী রয়েল সিমেন্ট,
কনফিডেন্স সিমেন্টসহ ৫ প্রতিষ্ঠানকে ৪৩ লাখ এবং কক্সবাজারে পাহাড় কাটার দায়ে ৪ ব্যক্তিকে ৫ লাখ টাকাসহ মোট ৪৮ লাখ টাকা জরিমানা প্রদানের আদেশ দেওয়া হয়েছে।
আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে পরিবেশ অধিদফতর।