৪ নাবিকের লাশ উদ্ধার, নিখোঁজ আরও ২ জন

9

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ ছয় নাবিকের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর ও ভাটিয়ারি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ নাবিকের পরিচয় শনাক্ত করা গেছে। এরা হলেন মাগুরা জেলার মৃত খুসরুত জামানের পুত্র সুরুজ মিয়া (২২), নুরুল মোল্লার পুত্র জাহিদুল ইসলাম (২৯) এবং আকরাম উল্লাহর পুত্র নাজমুল হাসান (২৭)। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এরা সকলেই সংঘর্ষে ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি সুলতানের নাবিক। ওই ঘটনায় এখনও ২ নাবিক নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিখোঁজ ৬ নাবিকের মধ্যে ২ জনের এবং বেলা সাড়ে ১১টার দিকে আরেকজনের লাশ বন্দরের বহির্নোঙ্গর এলাকা থেকে উদ্ধার করা হয় এবং দুপুর তিনটার দিকে ভাটিয়ারী এলাকা থেকে আরও একজন নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় এখনও ২ নাবিক নিখোঁজ রয়েছেন।
জানা যায়, বুধবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ২ নটিক্যাল মাইল দূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকসের মুখোমুখি সংঘর্ষ হয়। কাঠগড়ের চর পাড়া এলাকা থেকে ছেড়ে যাওয়া এমভি সুলতান ওই সংঘর্ষে ডুবে যায়। জাহাজে থাকা নয় নাবিকের মধ্যে ৩ জন সমুদ্রে লাফিয়ে পড়েন এবং পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ডুবে যাওয়া জাহাজের মালিক কর্তৃপক্ষ পতেঙ্গা থানায় একটি জিডি করেছে।
বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী আল আমিন বলেন, শুক্রবার সকাল থেকে নিখোঁজ ৪ নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের পরিচয় পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। একজনের পরিচয় এখনো নির্ণয় করা যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য লাশগুলো নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ ২ নাবিকের সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপতরা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কাজী আল আমিন।