২৬৬ দিন পর উইকেট পেলেন মাশরাফি

9

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা ২৩৯ দিন পর ফিরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ফিরেছেন ‘ভীষণ চাপ’ সঙ্গে নিয়ে। তবে সেই চাপকে জয় করে ২৬৬ দিন পর উইকেট-খরা কাটাতে পারলেন দেশসেরা এই পেসার। দিনের হিসেবে আড়াই শো দিনের বেশি হলেও ৫ ম্যাচ পরই জিম্বাবুয়ের অধিনায়ক চিমু চাবাবাকে ফিরিয়ে তুলে নেন কাঙ্ক্ষিত উইকেটটি!
বিশ্বকাপের সময় থেকে বোলার মাশরাফি যতটা অনুজ্জ্বল, পুরো ক্যারিয়ারে আর কখনও এমনটা ছিলেন না। ২০১৯ সালের ১৩ মে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ওভারে ৬০ রানে ৩ উইকেট পাওয়ার পর থেকেই যেন খারাপ সময় শুরু মাশরাফির। ওই ম্যাচের পর শেষ ১০ ওয়ানডের ৯টিতেই ছিলেন উইকেটশূন্য। উইকেটশূন্য থাকার পাশাপাশি আগের ৫ ম্যাচে পুরো ১০ ওভার বোলিংও করতে পারেননি।
রবিবার প্রথম স্পেলে মাশরাফির বোলিং ফিগার ৬-০-৩৫-১। ৮ মাস পর মাঠে ফিরে এমন বোলিং, খুব একটা খারাপ বলার সুযোগ নেই!