২০২৩ এশিয়ান কাপ ফুটবলের আয়োজক চীন

43

২০২৩ সালে আগামী এশিয়ান কাপ ফুটবলের আয়োজক হওয়া প্রায় নিশ্চিত চীনের। একমাত্র প্রতিদ্ব›দ্বী দক্ষিণ কোরিয়া আয়োজক হওয়ার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোয় কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে না দেশটিকে।
বুধবার এক চিঠিতে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) সরে দাঁড়ানোর কথা জানায় কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ)। এর আগে ২০০৪ সালে এ প্রতিযোগিতা আয়োজন করেছিল চীন। সেবার ফাইনালে ৩-১ গোলে জাপানের কাছে হেরেছিল স্বাগতিকরা।
এ বছরের মার্চে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ২০২৩ সালে নারীদের বিশ্বকাপ ফুটবল আয়োজনের ইচ্ছা প্রকাশ করে কেএফএ। এজন্যই এশিয়ান কাপের আয়োজক হওয়া থেকে সরে এসেছে বলে বিবৃতিতে জানায় সংস্থাটি। আগামী ৪ জুন আনুষ্ঠানিকভাবে আয়োজকের নাম ঘোষণা করবে এএফসি।
চলতি বছর এশিয়ান কাপ ফুটবলের সবশেষ আসরে চারবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে কাতার।