১৯ যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা

19

নগরীর বিভিন্ন জায়গায় সিএনজি অটোরিকশা চলাচলে মিটার ব্যবহার না করা এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৯টি পরিবহনকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার নগরীর টাইগারপাস মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক (আদালত ১২)।
এ বিষয়ে তিনি জানান, মঙ্গলবারের ধারাবাহিকতায় আজও (বুধবার) মিটারে না চলা এবং মিটারবিহীন সিএনজি অটোরিকশাসহ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছি। আজকের অভিযানে নগরীর ৬ ও ৭ নম্বর রুটের দুটি ফিটনেসবিহীন বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে বেশ কিছু সিএনজি অটোরিকশা পাওয়া গেছে যারা মিটারেই যাচ্ছে এবং গতকালের (মঙ্গলবার) চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে বলেও জানান এস এম মনজুরুল হক।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, যাত্রীদের সচেতনতা এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন। সবদিক থেকে সবাই যদি একযোগে মিটার ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করি তাহলে সিএনজিতে একসময় আমরা শতভাগ মিটার ব্যবহার নিশ্চিত করতে পারবো।