১৬ বলে ৬৪ রানের জুটি!

3

 

ড্যারেন ব্রাভো যখন আউট হলেন, ত্রিনবাগো নাইট রাইডার্স তখন ধুঁকছে। ১৭.২ ওভারে দলের রান মোটে ৪ উইকেটে ১০৫। কে জানত, ওসব কেবল ঝড়ের আগে গুমোট আবহাওয়া! ইনিংসের বাকি সময়টায় কাইরন পোলার্ড ও টিম সাইফার্ট যা করলেন, সেটিকে বলা যায় তাÐবলীলা। কিংবা ধ্বংসযজ্ঞ। কেবল ২.৪ ওভার বা ১৬ বলের জুটি। এই জুটিই পাল্টে দিল ম্যাচের চিত্র। পোলার্ড ও সাইফার্ট এই কয়েকটি বলেই যোগ করলেন ৬৪ রান! ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মঙ্গলবার পোলার্ড ও সাইফার্টের এমন ব্যাটিংয়ে ত্রিনবাগো ২০ ওভারে তোলে ১৬৭ রান। পরে আলি খানের বোলিং তোপে জ্যামাইকা গুটিয়ে যায় গ্রেফ ৯২ রানেই। ৩ ওভারে ৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা বিপিএল খেলে যাওয়া যুক্তরাষ্ট্রের পেসার আলি খান।