১১ গোল করে সাবিনা বললেন দলকে চ্যাম্পিয়ন করেই ফিরবো

23

বাংলাদেশের নারী ফুটবলে ‘গোল মেশিন’ খ্যাত সাবিনা খাতুন গোলবন্যা বইয়ে দিচ্ছেন মালদ্বীপেও। সাফে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হতে বড় ভূমিকা রেখেছিলেন দলের অধিনায়ক। আসরে করেছিলেন সর্বোচ্চ ৮ গোল। জিতেছিলেন সেরা গোলদাতা এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার। বর্তমানে মালদ্বীপের ক্লাব ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে খেলছেন সাবিনা। সেখানে শেষ ম্যাচে ২৬-০ গোলে জয় পেয়েছে সাবিনার দল ধিবেহি। যার মধ্যে ১১ গোলই করেছেন বাংলাদেশের অধিনায়ক। সাবিনার সঙ্গে খেলছেন বাংলাদেশের আরেক ফুটবলার মাতসুসিমা সুমাইয়া। এই ম্যাচে তিনিও করেছেন ৬ গোল। এটি সাবিনাদের দলের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে সাবিনা-সুমাইয়ারা হারিয়েছিল ফেনেকাকে। ১১ গোল করে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার সাবিনা হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। এই ম্যাচটি হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়।