হোয়াইটওয়াশ হয়ে চার পয়েন্ট হারাল বাংলাদেশ

19

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চার রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। পয়েন্ট হারালেও আগের সপ্তম অবস্থানেই আছে টাইগাররা। ৯০ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৬। অন্যদিকে, ৩-০ ব্যবধানে সিরিজ জেতায় তিন পয়েন্ট বেড়েছে শ্রীলঙ্কার। ৭৯ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা লঙ্কানদের পয়েন্ট এখন ৮২। তবে, আগের অষ্টম অবস্থানেই আছে তারা। সাধারণত র‌্যাঙ্কিংয়ে পেছনের সারির দিকে থাকা দলের বিপক্ষে হারলে বেশি পয়েন্ট হারাতে হয়। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১২২ পয়েন্ট নিয়ে ভারত আছে দ্বিতীয় অবস্থানে। গত বিশ্বকাপের রানার্স আপ দল নিউজিল্যান্ড ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ১১১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ অবস্থানে। ১১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে পঞ্চম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে আছে পাকিস্তান। তাদের পয়েন্ট ৯৭। এরপরই আছে বাংলাদেশ। অষ্টম অবস্থানে আছে শ্রীলঙ্কা। ৭৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান নবম। ৫৯ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে দশম অবস্থানে।