হেলে পড়েছে ৪ তলা ভবন ষোলশহর স্টেশন এলাকায়

34

নিজস্ব প্রতিবেদক

নগরের ষোলশহরে একটি চারতলা ভবন হেলে পড়েছে। ষোলশহর রেল স্টেশনের ডান পাশে চশমা খাল সংলগ্ন উক্ত ভবনটির মালিক ফেরদৌস রহমান। এটির নাম ফেরদৌস ভবন।
ভবনটির মালিক জানায়, ভবনটির পাশে নালা সম্প্রসারণের কাজ চলছে। যার কারণে ভবনের ২১ ফুট পর্যন্ত ভেঙে ফেলা হয়। ভবনটির নিচের চারটি পিলার ভেঙে যাওয়ায় সেটি হেলে পড়েছে বলে দাবি করেন তিনি। গতকাল সকালে বায়েজিদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। ভবনটির নকশা অনুমোদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষও (সিডিএ) ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভবনটি সম্পূর্ণ অপসারণের মৌখিকভাবে নির্দেশও দেয়া হয়েছে।
ভবনটির বিভিন্ন তলায় ৬টি বাণিজ্যিক অফিস এবং নিচতলায় দুটি মুদির দোকান ও ফটোকপির দোকান রয়েছে। হেলে পড়ার বিষয়টি টের পাওয়ার পর ভবন থেকে অবস্থানরত সবাইকে সরিয়ে নেওয়া হয়।
মালিকের ছেলে বাপ্পি রহমান বলেন, ‘চশমা খালের কাজ করার সময় ভবনের কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছিল। কাজ বন্ধ থাকার পর কিছুদিন আগে খাল সংস্কারের কাজ শুরু হলে বিল্ডিংয়ে ঝাঁকুনি হতো। কাল রাতে আমরা হঠাৎ টের পাই বিল্ডিং হেলে পড়েছে। ভবনের বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে।’
ফায়ার সার্ভিস বায়েজিদ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন বলেন, ‘ভবনটির কিছু অংশ খালে পড়ায় ওই অংশটুকু আগেই ভাঙা হয়েছিল। এছাড়া ভবনটির পাশে চশমা খালের খনন করা হয়েছে। খনন করায় নিচ থেকে মাটি সরেছে। এসব কারণ হেলে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’
সিডিএ’র অথরাইজড অফিসার প্রকৌশলী মোহাম্মদ হাসান বলেন, ‘আসলে ভবনটির প্রায় ২২ ফুট খালের অংশে ছিল। যা আমরা কিছুদিন আগে ভেঙে দিই। এই ভবনটির আরও ৪৫ ফুটের মত রয়েছে। ভবনটির পুরোটাই এখন ঝুঁকিপূর্ণ। পুরো ভবনটিই ভাঙার নির্দেশ দেয়া হবে।’