হেমন্ত

23

শরৎ বিদায় নিতেই দেখি
আমাদের এই চত্বরে,
হেমন্ত আজ এসেই গেল
হিম-কুয়াশার পথ ধরে।

অল্প-অল্প শীতের আমেজ
গল্প তো নয় সত্য রে,
ঝাঁপ ফেলে ওই কাঁপছে হাওয়া
সবুজ পাতা-পত্তরে।
একটা দুপুর, উপুড়, খাঁ খাঁ
বিষাদ মাখা অন্তরে,
হেমন্তকে মন দিল আজ
কোন্ সে মহা-মন্তরে ?

এসব ভেবেই প্রাণ-হরা সেই
ঘুঘু-ডাকের মূর্ছনা,
হেমন্তকে বরণ করি
তোমরা কেন বুঝছো না !

শ্রমিক
হুমায়ুন আবিদ

বৃষ্টি-রোদে ভিজে ঘেমে
কাজে থাকে যারা
এরাই শ্রমিক এরাই মানুষ
দেশের মহান তারা।

এদের শ্রমে এদের ঘামে
সুখের চাকা ঘুরে
উন্নয়নের বিজয় কেতন
বিশ্বমাঝে উড়ে।
অন্যের ভাগ্য বদলে এরা
নিজে থাকে কাতর
দুঃখ কষ্টে জীবন কাটায়
বুকে বেঁধে পাথর।

আসুন তাদের ন্যায্য দাবি
আমরা পূরণ করি
বৈষম্য নয় ভালোবেসে
এদের হাতটি ধরি।