হেফাজতের কমিটি প্রত্যাখ্যান আল্লামা শফীর দুই পুত্রের

16

হেফাজতের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেছেন হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফীর দুই পুত্র ইউসুফ মাদানি ও আনাস মাদানি। গতকাল সোমবার রাতে পূর্বদেশকে এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।
হেফাজতের কমিটিতে রাখা ইউসুফ মাদানি বলেন, ‘এ কমিটি আমি প্রত্যাখ্যান করছি। আমি এ কাজের মানুষ না। কমিটিতে রাখার বিষয়ে আমার সাথে কেউ কথা বলেনি। আমার অনুমতি না নিয়ে কমিটিতে রাখাটা অন্যায়। আমিতো কোন কমিটিতে থাকার মানুষ নই। জীবনে কখনো আমি ছিলাম না, থাকবও না। রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠনের সাথে আমি জড়িত নই।’
আনাস মাদানি বলেন, ‘আল্লামা আহমদ শফী যে উদ্দেশ্য নিয়ে হেফাজত গঠন করেছিলেন কমিটিতে তার আদর্শের প্রতিফলন ঘটেনি। উনার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গির সাথে কমিটির মিল নেই। আমি মনে করি, যে সমস্ত ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে তাদের বেশিরভাগই মামলার আসামি ও বিতর্কিত। এরকম বিতর্কিত ব্যক্তিদের দিয়ে এত বড় সংগঠনের প্রতিনিধিত্ব হয় না। হেফাজতের নেতাকর্মীদের আকাঙ্খার প্রতিফলন ঘটেনি।’
বড় ভাইকে কমিটিতে পদ দেয়া নিয়ে আনাস মাদানি আরো বলেন, ‘বড় ভাইকে কমিটিতে রাখা নিয়ে প্রতারণা করেছে। উনি বারবার বলার পরেও উনাকে রাখা হয়েছে। এ কমিটিতে রাখার পর উল্টো বিব্রত করা হয়েছে।’