হালদায় ১০ হাজার রেণু পোনা জব্দের পর অবমুক্ত

5

হাটহাজারী প্রতিনিধি

দেশের অন্যতম মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদীতে অভিযান পরিচালনা করে এবার আনুমানিক ৯-১০ হাজার রেণু জব্দ করেছে নৌ পুলিশ। গতকাল রোববার (৮ মে) বেলা ১১টার দিকে হালদা নদীর মোহনা ও তৎসংলগ্ন এলাকা থেকে এসব রেণু জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযান পরিচালনাকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, নিয়মিত অভিযানের সময় রাউজান উপজেলার কচুখাইন এলাকায় অবৈধভাবে মাছের রেণু-পোনা ধরার সময় কয়েকটি ঠেলা জাল, পরিত্যক্ত নৌকা ও আনুমানিক ৯-১০ হাজার রেণু জব্দ করা হয়। তবে এ সময় অবৈধভাবে পোনা আহরণ কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে রেণু-পোনাগুলো দ্রæত হালদা নদীতে অবমুক্ত করার পাশাপাশি জব্দকৃত জাল ও নৌকা ধ্বংস করা হয়। এছাড়া হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তিনি জানান।