হারুন মাস্টার

5

শিক্ষাবিদ মোহাম্মদ হারুনের (হারুন মাস্টার) ষোড়শ মৃত্যুবার্ষিকী আজ ১৮ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে মরহুমের ফটিকছড়ি উপজেলাধীন নাজিরহাট পৌরসভার শাহ্ চৌমুহনীস্থ বাড়িতে। একই কর্মসূচিসহ এতিমদের আহারের ব্যবস্থা রয়েছে মরহুমের জ্যেষ্ঠ সন্তান সাংবাদিক সাইফুল্লাহ্ চৌধুরীর দামপাড়াস্থ বাসভবনে। উল্লেখ্য, প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক হিসেবে ফটিকছড়ি থানার ঐতিহ্যবাহী রোসাংগিরি হাইস্কুল, মিরসরাইয়ের কমরআলী হাইস্কুল, ফটিকছড়ি করোনেশন হাইস্কুল, হাটহাজারির কাটিরহাট হাইস্কুল এবং রাউজানের বিনাজুরি হাইস্কুলে দীর্ঘ তিন যুগেরও অধিক সময় শিক্ষকতায় নিজেকে নিয়োজিত রাখেন মোহাম্মদ হারুন। প্রধান শিক্ষক হিসেবে অবসরের পর সর্বশেষ নগরীর আগ্রাবাদস্থ খাজা আজমেরি স্কুলে খÐকালীন শিক্ষক হিসেবে কাজ করার সময় ২০০৬ সালের ১৮ জানুয়ারি বাদামতলী মোড়ে দ্রæতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এই নিবেদিতপ্রাণ শিক্ষক। কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের প্রধান পরীক্ষক হিসেবেও অনেকবার দায়িত্ব পালন করেন নাজিরহাট পৌরসভার শাহ্ চৌমুহনী এলাকায় ১৯৩৬ সালে জন্ম নেয়া এই কৃতি শিক্ষাবিদ। বিজ্ঞপ্তি
আহছান উজ্ জামান

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আহছান উজ্ জামানের ৪র্থ মৃত্যুবার্ষিকী কাল ১৯ জানুয়ারি। ২০১৮ সালের ১৯ জানুয়ারি ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুর্গাপুর ন.চ.উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপালক্ষ্যে জামান-জাহান ফাউন্ডেশন কর্তৃক ও পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি এশিয়ান মানবাধিকার মিশন চট্টগ্রাম জেলা সভাপতি মোহাম্মদ কামরুল ইসলামের পিতা। আহছান উজ্ জামান ১৯৩৫ সালে মিরসরাই থানার রাঘবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি