হারিস পাকিস্তানের নতুন অধিনায়ক?

22

বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের অধিনায়ক পদ নিয়ে চলছে অনেক গুঞ্জন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথম পর্ব উতরাতে পারেনি সরফরাজ আহমেদের দল। আর এ ব্যর্থতার কারণেই সরফরাজ আহমেদকে অধিনায়ক হিসেবে আর দেখতে চান না সাবেকরা। তিন ফরম্যাটের দায়িত্ব বর্তমান অধিনায়কের ওপর রীতিমতো প্রেশারও। যার কারণে সারফরাজ ব্যাট হাতে ভালো রানও পাচ্ছেন না। সেজন্যই দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতারও চাইছেন না সারফরাজকে অধিনায়ক হিসেবে রাখা হউক। জরুরী ভিত্তিতে নেতৃত্বে রদবদলে প্রয়োজনীয়তা দেখছেন শোয়েব। ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউবে নিজের চ্যানেলে শোয়েব বলেন, ‘সরফরাজকে এখন শুধুমাত্র তার ব্যাটিং ও উইকেটকিপিং দক্ষতার জন্য ভাবা উচিত।