হাতে ইফতারির প্যাকেট পথে দম্পতির নিথর দেহ

80

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ম্যাক্স কোম্পানির নিয়ন্ত্রণাধীন একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে লালখান বাজার মোড়ে এ ঘটনা ঘটে। এ দম্পতি ডাক্তার দেখিয়ে বাসায় ফিরছিলেন। ইফতারসামগ্রীও ছিল তাদের সাথে। তবে বাসায় ফেরার আগেই ঘাতক ট্রাক তাদের জীবন কেড়ে নেয়। নিহতরা হলেন কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো. ইকবাল উদ্দীন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫)। ইকবাল উদ্দীন চৌধুরী জ্যাক মেশিনারি কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সার্ভিস ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। সখিনা ফাতেমী নগরীর মোস্তফা হাকিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাদের বাসা নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকায় বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘বিকাল ৫টা ১০ মিনিটে মোটরসাইকেল যোগে জিইসি মোড় থেকে ইস্পাহানি মোড়ের দিকে যাচ্ছিলেন ঐ দম্পতি। এসময় ফ্লাইওভারের শেষ প্রান্তে ইস্পাহানি মোড়ে রাস্তার উপর ম্যাক্স কোম্পানির নিয়ন্ত্রণাধীন টাটা কোম্পানির সিমেন্ট ও কংকর মিক্সার করার মেশিন সংযুক্ত একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুইজনেই ঘটনাস্থলে মারা যান।’
তিনি বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে লাশ মর্গে পাঠানো হয়।’
নিহত দম্পতির পরিবার সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল সখিনা ফাতেমী ও মো. ইকবাল উদ্দীন চৌধুরী দম্পতির। দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সখিনা। মাস কয়েক বাদেই তাদের কোলজুড়ে আসার কথা ছিল প্রথম সন্তান। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছিলেন সখিনা। গতকালও তারা গিয়েছিলেন চিকিৎসকের কাছে। অফিস শেষে স্বামী ইকবাল তাকে মোটরসাইকেলে করে সেখান থেকে নিয়ে ফিরছিলেন।