হাটহাজারীর সন্ত্রাসী লিটন অস্ত্রসহ গ্রেপ্তার

13

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর শীর্ষ সন্ত্রাসী মো. সালাহ উদ্দিন লিটন প্রকাশ রিটনকে (৪২) অবৈধ ১টি দেশে তৈরি এলজি ও ১টি দেশে তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও বালুছড়ায় মাদক ক্রয়-বিক্রয়কালে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে। লিটন হাটহাজারীর চিকন্দনদন্ডীর খন্দকিয়া গ্রামের বহাদ্দার বাড়ির মৃত কামাল উদ্দিনের পুত্র।
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, লিটনকে বালুছড়া থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় গ্রেপ্তার করা হয়। তাকে তল্লাশীকালে তার হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ১টি এলজি ও ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। লিটন দীর্ঘদিন ধরে অস্ত্র দিয়ে চাঁদাবাজি, জমিদখল ও প্রভাব বিস্তারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়া সে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতে অস্ত্র ব্যবহার করে আসছিল বলে স্বীকার করেছে।